এই তুই আমার সাথে
বুঝে শুনে খুব সাবধানে কথা বল ।
তুই জানিস না আমি কে
দেখিস না রে আমি করি কোন দল ?


তোর ব্যবসা বাণিজ্য
আয় রোজগার সব করে দেবো অচল ।
আমার শক্তি ক্ষমতার কথা
মাথায় রেখে মাথাটা সদা নীচু করে চল ।


# ও ভাই দেখাস না রে
তোমার দলের অত শক্তি ক্ষমতা বল ?
এই দুনিয়ায় কেউ কোথাও
নয় রে স্থায়ী , সবারই হয় পালাবদল ।  


প্রবাদে শোননি যে, হাতি-  
ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল !
তোদের চেয়ে কত প্রতাপশালী  
এ যাবত কালে কত যে গেল রসাতল !


তুই এক মাছি মিছেমিছি
শুধু দেখাও কেন শক্তি ক্ষমতার বাহুবল ।
তুই কিসের চেতনাধারী হে
তুই করিস কোন আদর্শিক নেতার দল ?


যাকে দেখে লজ্জিত অভিনেতা
যার অভিনয়ে কত সুনিপূণ কলা কৌশল !
তুমি কর ঐ ভণ্ড নেতার দল........
জান কি তার বংশ চরিত্র সহায় সম্বল ?


সে কি সত্যই মানব দরদী
আদর্শবাদী , সত্যের সাধক , নাকি খল ?
আবেগে তুমি অন্ধ গদ্গদ
দেখনা ঐ নেতা কত মিথ্যা বলে অনর্গল ?


দেখনা সে স্রষ্টার করে না
আরাধনা , শুধু স্বার্থের জন্যে থাকে চঞ্চল ।
নির্বাচনে হেরে গেলে সে হয়
অসহিষ্ণু , সহজে মানে না সেই ফলাফল ।


তোর নেতা যদি হয় বেজন্মা
খুনি ধর্ষক ভণ্ড তবে তুমিও পাবে প্রতিফল ।
তোমার উপর তার চরিত্রের যে
পড়বে প্রভাব সৎ জীবনযাপনে হবে বিফল ।


সে তো অভিশপ্ত সয়তানের
আশীর্বাদপুষ্ট , জীবন যে তার অতি গড়ল ।
আর যে সত্যই হয় মহামানব  
তার জীবন হয় সুবোধ শিশুর মতই সরল  ।


সে নিজের চায়না প্রচার প্রকাশ
মানব মুক্তির তরে প্রভুতে থাকে অশ্রসজল ।
এই ভেদ না জেনে অহেতুক
অনন্য জীবনটাকে ওদের জন্য করনা নিস্ফল ।


এক্ষুনি ছেড়ে দে রে ভাই
ঐ দলের বল , তোমার বলেই হয় যাদের বল !  
নিজের বলেই হও বলীয়ান
আদর্শ চরিত্রবান-নিজের শক্তিতেই কর চলাচল ।


রচনাকালঃ- বিকাল ৪.৩০ সোমবার
২২/০১/২০১৮ মিরপুর , ঢাকা ।