যে অপূর্ব রূপ রং দেখে আমি চোখ ধাঁধিয়েছি
আর কোন রূপে যে আমার চোখ জুড়াবে না ।
যে মাদকতার নেশায় আমি মাতাল হয়ে আছি
আর কোন নেশা যে আমায় আসক্ত করবে না ।


যে চেতনার বিভাতে আমি আলোকিত হয়েছি
আর কোন চেতনায় আমি উদ্ভাসিত হবো না ।
যে প্রেমের মোহে আমি দেওয়ানা হয়ে গিয়েছি
সেই প্রেম বিচ্যুতি আমায় করতে পারবে না ।


সত্য বলে আমি যা জেনেছি বুঝেছি বহু খুঁজেছি
আমার জানার চেয়ে সত্য কিচ্ছু হতে পারে না ।
তাই অযথা তোমার ওসব চেতনা ফেতনায় কভু
আমায় তুমি জড়াবার কোন চেষ্টাই করবে না ।


আমি যা পেয়েছি, নিশ্চয়ই তুমি তা পাওনি বলে
কেন বুঝনা দুধের সাধ আমার মিটেনা যে ঘোলে ?  


রচনাকালঃ- রাত-১০.৪৫টা, বুধবার, ৪ চৈত্র ১৪২৬,
২২ রজব ১৪৪১, ১৮ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।