দুঃখটা আমার এইখানেই গো
দুঃখটা আমার এইখানে......
শুধু মহাসংকটে পড়লে পরেই
ফিরে যাই হাদিস কোরআনে ।
আবারও যখনই উদ্বিগ্ন সকলে    
মহামারীর এই দিশাহীন দিনে ।
চৌদ্দ’শ বছর পরেও কাজ হল  
মহানবীরই (সা) লকডাউনে ।
মহামারীরই তরে তখনই তিনি  
দিয়েছিলেন এই নির্দেশ ।
তারই পরামর্শ মত বিজ্ঞানীরাও
একই নির্দেশনা দিল শেষমেশ ।
প্রতিটি পদে পদে বিজ্ঞান যখন
খুঁজে পায় এমন অব্যর্থ সমাধান ।
তবে আজও কেন সবার কল্যাণ
কল্পে পড়ি না হাদিস কোরআন ?
যতই না নিজকে আধুনিক ভাবো
কোরআনই সর্বদা সর্বাধুনিক ।
আরো হাজার বছর পরেও মানুষ
এর দ্বারাই খুঁজে পাবে নব দিক ।  
এটা তো নয় শুধু মুসলমানেরই
কোন উত্তরাধিকারী সম্পত্তি ।
বরং জগতেরই কল্যাণের জন্য তা
তবে পড়তে কেন এত আপত্তি ?
জীবনে যে যাই যতই পড়ি ভাই
লাভ নাই বিনা হাদিস কোরআন ।
সংখ্যার সামনে দিলে শুন্য থাকে
কি মান ? তদ্রুপ তা বিনা জ্ঞান !  


রচনাকালঃ- ৮.১৫টা রবিবার, ২০ বৈশাখে ১৪২৭,
৯ রমজানে ১৪৪১, ৩ মে ২০২০, মিরপুর, ঢাকা ।