এক ডুমুর গাছে ঝুমুর ঝুমুর
নাচছিল ফুলপরী ।
সেই নাচ দেখতে আমি যে
করলাম লুকোচুরি ।
যেই না হল গো চোখাচোখি
লাজে মরি মরি ।


রূপে তার জ্যোতির ঝলক !
পড়েনি মোর চোখের পলক ।


এ জগত ঘুরে কোথায় পাবো  
এমন এক সুন্দরী ?  
নিমিষে উধাও সেই ফুলপরী
এত তড়িঘড়ি ।
না দেখলেই তো ভালো হত
হায় ! এখন কি করি ?


এই দেখাটাই ছিল বুঝি ভুল
তাই ফোটে না ডুমুরের ফুল ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৪৩টা বুধবার
০১/০৭/২০১৮ মিরপুর, ঢাকা ।