গতকাল গিয়েছিলাম মাছ বাজারে
সৌখিন জুতাটাই পড়ে ।
গিজগিজে ভিড় পেরুতেই ছেলেটি
জুতোতে কাদা দিল ভরে ।


মাথাটা আমার বিগড়ে গেলে তার
মাথায় দিলাম গুঁতো ।
চোখ রাঙিয়ে বললাম আরে কানা
জুতোটা দেখলিনা তো !


ছোট্ট ছেলেটা করুন চোখে যেইনা
দেখল ফিরে আমায় ।
যেন সাথে সাথে ত্রিশুলের লাগলো
গুঁতো আমার কলিজায় ।


হায় ! একি করলাম রাগের মাথায়
এতো মোদেরই প্রজন্ম !
কতনা আশা নিয়ে যতনে আমরাই
যাদের দিয়েছিলাম জন্ম !

তাদের সাথেই এই দুর্ব্যবহার তারা
নেবে কেমন করে ?
সারাটা দিন এ ভাবনায় আমি যাচ্ছি
গুমরে গুমরে মরে ।


পরক্ষনে তারে খুঁজলাম আমি সেথা
ক্ষমা চাওয়ার আশে ।
কিন্তু সেতো চলে গেছে অপমানের
যাতনা নিয়ে সহাস্যে ।


হয়তো বলে গেছে হায়রে আমার
পূর্বসূরি এই তোর জ্ঞান !
ঠিক আছে তবে আসুক সে সময়
নিশ্চয় পাবে তার প্রতিদান ।।
  
রচনাকালঃ- সন্ধ্যা ৬.৩৪ মিঃ
শুক্রবার ৩১/০৮/২০১৮ ঢাকা ।