তোমার পঁচা গলা ঐ রাজনৈতিক নোংরা কথাগুলো
শুনতে শুনতে আমরা এখন বড্ড ক্লান্ত !
                                        ওরে ভব কান্ত ।


কিন্তু তুমি তো শুধুই ক্ষমতার লিপ্সায় সাম্প্রদায়িক
অসাম্প্রদায়িক চাল দিতে দূর্দান্ত উদ্ভ্রান্ত ।
                                        ওরে ভব কান্ত ।
  
তুমি কি হওনা পরিশ্রান্ত ? এবার ক্ষান্ত হও ক্ষান্ত ।  


দু’দিনের এই দুনিয়ায় এত সময় কোথায় ? শুধুই
করে যাবে লোভের বসে সবাইকে আক্রান্ত ?
                                        ওরে ভব কান্ত ?


তোমার রাজনীতির এই ধ্যান জ্ঞান আরাধনা সবি
তো হীনস্বার্থের জন্য সবি যে মিথ্যা ভ্রান্ত !
                           কেন বুঝনা রে ভব কান্ত ?  


তুমি কি হওনা পরিশ্রান্ত ? এবার ক্ষান্ত হও ক্ষান্ত ।  


সুন্দর পৃথিবীটাকে এবার একটু থাকতে দাও শান্ত ।
নইলে জনতা তোমায় পুঁতে ফেলবে একদম জ্যান্ত !


রচনাকালঃ- স্কাল-৯.৩৯টা, বৃহস্পতিবার, ১৬ চৈত্র ১৪২৭,
১ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।