মানুষই পৃথিবীর সেরা প্রাণী বটে,  
              তবে বড় অনিয়ন্ত্রিত তার জ্ঞান হুঁশ ।
নিজেকে প্রকৃতির কাছে আবারও
               প্রমান করল সে শুধুই এক ফানুশ ।  


প্রকৃতির শক্তির তোয়াক্কাবিনা  
               মানুষ করে কত স্বেচ্ছাচারিতা কিনা !  
প্রকৃতিও প্রতিশোধ নিতে করে
               প্রকাশ; কালের পুঞ্জিভুত ক্ষোভ ঘৃণা ।


মানুষ মানুষেরই ধ্বংসলীলায়  
               কতই না বাহানা খুঁজে জড়ায় যুদ্ধে ।
এই অপরিণামদর্শী প্রাণীটাকে
               শেখাতে প্রকৃতিও যায় তার বিরুদ্ধে ।  


মহাবিশ্বের সবাই চলে প্রকৃতির  
               আইনে, শুধু মানুষ করে তা অগ্রাহ্য ।  
নস্যি এই দস্যু মানুষের অত্যাচার
               মহাশক্তিধর হয়েও কত করবে সহ্য ?


৩০০ মাত্রার বায়ুমানই বিপদজনক  
               যা ছিল ঢাকায় ৩৯১ তে বিরাজমান ।
করোনার আশীর্বাদে দু’মাস বাদে
               মাত্র ৮৫ তে দাঁড়ালো সেই বায়ুমান ।


বেলাভূমি গুলোতে নগ্নতা প্রদর্শনে
               ছিল পশ্চিমা সংস্কৃতির উপচেপরা ভীর ।
সেথায় এখন অবাধে ডিম পাড়ে  
               যতসব কাছিম কাঁকড়া ঘড়িয়াল কুমির !


নয়া লোকালয় গড়তে ছড়িয়েছিল
               দাবানল ঐ অস্ট্রেলিয়া আর আমাজনে !  
এই লকডাউনে সেথায় প্রকৃতিই  
               আবারও বনাঞ্চল গড়ে চলেছে নির্জনে ।  


এমনি যত পরিবেশ দূষণে মানুষ  
               যাচ্ছিল যখন তাদের সব সীমা ছাড়িয়ে ।
শত বছর পর এমনি মহামারী এসে
                ইকো ব্যাল্যান্স করে মানুষগুলো মারিয়ে ।  


রচনাকালঃ- বিকাল ৫.১০টা মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪২৭,
৪ রমজান ১৪৪১, ২৮ এপ্রিল ২০২০, ঢাকা, মিরপুর ।