আহা ! প্রেমের দিওয়ানা লাইলী মজনু
এই যুগে যেন সাজে সবাই ।  
একটা প্রেমেতে বুঝি আর হয়না কারো
করে তাই আরও চাই চাই ।  
বিয়ের বেলায় খুঁজতে গেলে সবি মেলে
কিন্তু তেমন পাত্রপাত্রী নাই ।


কেউ চায় না কারো দায়িত্ব নিতে সবাই
চায় শুধু সবার মধু লুটিতে ।
প্রেম কর যত খুশি ততদিন কিন্তু বিয়ের
কথা বললেই চলে ছুটিতে ।
যদি বলে তবে আমায় নিয়ে খেলো কেন ?
তখনই ছুড়ি চালায় টুটিতে ।    


তোদের এমন প্রেমের জন্য আমি কবিতা
গান লিখে হতে চাইনা ধন্য ।
এই শ্রমের নাইবা দিলে মূল্যায়ন তোমরা  
আমায় নাইবা করলে গণ্য ।
দ্ব্যর্থহীন ভাবেই বলছি তোদের এই প্রেম
জঘন্য জঘন্য বড়ই জঘন্য.........  


রচনাকালঃ- ১২..৫৫টা শুক্রবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৬,
৭ জুন ২০১৯ মিরপুর, ঢাকা ।