ঈদ এলেই যেন মোদের ঘাড়ের উপরই  
ফেলে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ।
ঈদের আনন্দ উবে গিয়ে এখন আতঙ্কে
উল্টো জীবনটাই হল নাভিশ্বাস ।


কারণ কি ভাই জানতে চাস............?
তবে কষ্টার্জিত টাকা কেঁদে বিলাবার
শোন তার কাহিনী বোনাস বিন্যাস ।  
কর্মচারীকে দাও বোনাস
সরবরাহকারীকে দাও বোনাস
পরিবহণকে দাও বোনাস
ভিক্ষুক হিজড়াকে দাও বোনাস
পুলিশ মাস্তানকে দাও বোনাস
কত যে বখশিশ সালামি বোনাস
কতনা ভাবে নিত্যদিনে হচ্ছে বিকাশ !
দিতে দিতে প্রভু জীবন যে মোদের করে
এখন শুধু হাঁসফাঁস হাঁসফাঁস হাঁসফাঁস !  


এমনিতে মোটামুটি ভাই থাকি গো ভালোই  
কিন্তু পালিয়ে থাকি এলে ঈদের সুবাস।
যত লেনদেন দেনা পাওনা আদায়ে সবাই
যেন এটাকে বানিয়েছে হালখাতার মাস ।


আহা ঈদের ভেদাভেদ ভুলার নির্মল সেই
আনন্দ এভাবেই হয়ে গেল নাশ !
সর্বনাশ সর্বনাশ সর্বনাশ............... !!!
ওরে সবে কি করে রে উপরি কামাই নাকি
থাকে ঘর জামাই কেন তবে দেবে বোনাস ?


এই দুটি দিনের তরে বছর ভরে তাকিয়ে
থাকতাম পেতে মেলবন্ধনের আশ্বাস ।
সবি যেন আজ ম্লান করে দিয়েছে নীতিহীন
সমাজের এই ঈদ বখশিশ সেলামি বোনাস ।
বোনাস দেবে খুশি মনে সামর্থ্য মেনে, অথচ
যেন ফিরে এল খাজনা আদায়ের ঐ নীলচাষ ।
মহা মানবিক সমাজ গড়তে হলে ভাই এই
জুলুমের সংস্কৃতির চাই সহসাই বিনাশ.......।


রচনাকালঃ- দুপুর ১.০৩টা শুক্রবার ২৫ শ্রাবণ ১৪২৬,
৭ জিলহজ ১৪৪০, ৯ আগস্ট ২০১৯, মিরপুর, ঢাকা ।