নবী ইব্রাহিম খলিল (আঃ) যিনি মুসলিম জাতির পিতা  
আল্লাহ্‌র রাহে পুত্র কোরবানিতে তাই দেখাননি মমতা ।  
এমনই কঠোর ঈমানদার হিসেবে ছিলেন যে সুবিখ্যাত
বৃদ্ধ বয়সে সন্তান পেয়েও হলেন ঈমান দ্বারা পরীক্ষিত ।  


আল্লাহ্‌ দেখলেন, তার নিকটে শুধু তিনিই ছিলেন প্রিয়
এখন পুত্র ইসমাইলে মোহিত বদনাম ঘুচানোটাই শ্রেয় ।
স্বপ্নাদিষ্ট হয়ে প্রিয়পুত্রকে জবাইয়ের কথাটি জানালেন  
শিশুপুত্র বলেন, ইনশাল্লাহ্‌ আমাকে ধৈর্যশীলই পাবেন ।


সানন্দ চিত্তেই প্রস্তুত পিতাপুত্র প্রভুরই নির্দেশ পালনে      
পুত্র পিতার চোখ আর স্বীয় হস্ত বাঁধেন সহায়তা দানে ।    
নবীগনের হয় দৃঢ় ঈমান ও শারীরিকভাবেও শক্তিমান
তবুও দুহাতে ধারাল ছুড়ি চালিয়ে জবাই হলনা সন্তান ।


বারংবার চেষ্টার পর পুত্র নয় নিমিষেই হল দুম্বা জবাই  
ধারাল ছুড়ি শক্তি ব্যর্থতার পর ঘটল বিস্ময়কর ঘটনাই ।  
ছুড়ি কাটবে না আগুন পুড়াবে না পানিতেও ডুবাবে না    
কোন কর্ম করার কারো সাধ্য নাই আল্লাহ্‌র হুকুমবিনা ।


হে মুসলমান, কই হলে তোমরা তেমন নিবেদিত প্রাণ ?
যদি পারতে ,তবেই তো হতে সকল মুশকিলে আসান !
এসো আল্লাহ্‌র রাহে নিজেকে করি এমনিভাবে উৎসর্গ
পরকাল পরে, ইহ জিন্দেগিতে দুনিয়াটাই হবে যে স্বর্গ !  


রচনাকালঃ- সকাল ৯.৫৪টা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪২৭,
১১ জিলহজ্জ ১৪৪১, ২ আগস্ট ২০২০, মিরপুর, ঢাকা ।