বিগত দুশটা বছর আমরা ছিলাম
বৃটিশদের শাসনাধীন ।  
তাইতো বুঝি নিজ সত্ত্বা হারিয়ে
হয়েছি নীতি চরিত্রহীন ।


স্বাধীন সার্বভৌম সেরা জাতি হতে
হলাম ভিখারি মিসকিন ।  
স্বাবলম্বী সঞ্চয়ীর সংস্কৃতি ভুলে কি
তাই দুহাতে নিচ্ছি ঋন ?


ভুলেছি আমরা সব ভুলেছি ভুলেছি
অতীতের সোনালী দিন ।
উদ্যোক্তার জাতি থেকে হয়েছি যে  
এখন অতিশয় উদাসীন ।


অভ্যাস বশত দাস সাজার আজও
নির্দেশ দেয় রক্তে বৃটিশজিন ।  
তারা রাজ করে ছেড়ে দিলেও রাজ
করছে এখন নির্জীব পলিথিন ।  
  
রচনাকালঃ- রাত ১০.৩১টা রবিবার ২৪ ভাদ্র ১৪২৬,
৮ মহরম ১৪৪১, ৮ সেপ্টেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।