একুশ আমার জাতীয় পরিচয়
একুশ আমার গর্ব ।
একুশ আমার আত্ম মর্যাদাময়
কে করবে তা খর্ব ?


একুশ মানে অধিকার সচেতন
একুশ মানে প্রতিবাদ ।
একুশ মানে শোষকের শাসন
ভেঙ্গে চুড়ে করে বরবাদ ।


একুশ হল মায়ের মুখের ভাষা
একুশ হল আশার বানী ।
একুশ হল দেশকে ভালোবাসা
উৎসর্গ করে জীবনখানি ।


একুশ আসে তাই ঘুম ভাঙ্গাতে
একুশ আসে দিতে দিশা ।
একুশ আসে আলোয় রাঙ্গাতে
দুর করতে অমানিশা ।


রচনাকালঃ- রাত ১১.৫০টা, রবিবার,  ২১ ফেব্রুয়ারি  ২০২১, মিরপূর, ঢাকা ।