একটি মাস ব‍্যাপী রেখে রোজা
হে মুমিন কমিয়ে পাপের বোঝা  
তুমি সেই খুশিতেই আজ পড়লে ঈদের নামায  ।
বন্ধু স্বজন প্রতিবেশি পরিজন
সবাকে দেখালে ঈদ আয়োজন
কিন্তু তাতে কিছুই কি পেল দূর্ভাগা এই সমাজ ?


রমজান শেষে বাঁকা চাঁদ হেসে
খুশির খবরটি ছড়িয়ে ঈদ এসে
বলল আজ হতে সবে যেন চিরতরে থাকে খুশি  ।
ধনী গরিবের ভেদাভেদ ভুলাতে
ঐশী বানী লুটলো ধরার ধুলাতে
লোভ ক্ষোভ বিদ্বেষ ঘৃণা নাইবা রাখি মনে পুষি ।


নয়তো সংযম সাধনা হবে নাশ
জাহান্নামই হবে তোমার নিবাশ
যদি গো তার শিক্ষা নিয়ে না হও ধর্ম সচেতন ।
লও রহমত নাজাত মাগফেরাত
করলে পরে দান ফিৎরা যাকাত
তবেই তো সার্থক হবে তোমার ঈদ আয়োজন ।


রচনাকালঃ-রাত ১১.৫৮টা, মঙ্গলবার, ১৯ বৈশাখ ১৪২৯, ১ শাওয়াল ১৪৪২, ৩ মে ২০২২, মিরপুর, ঢাকা ।