তুমি আসবে বলে অবিরলে মন শুধুই করে আনচান
কান্তিময় হয় কিশলয় তরুলতা পায় নব প্রাণ ।
নতুন বছরের শুরু তুমি, গুরু তুমি সকল মাসের ঐ
পঞ্জিকা তোমায় বানিয়েছে যে মহান ।
রক্তিম অভ্যর্থনা জানাতে, তোমারই পিরিতে প্রায়
বছর গুনে প্রহর কৃষ্ণচূড়ার উর্বশী শাখ ।
তোমায় বলছি মহামিলনের দিনক্ষণে আকুল আহ্বানে
তুমি এসো, এসো হে বৈশাখ ।  


তোমাকে বরণে নানা উপকরণে সর্বত্র বসে বৈশাখী
মেলা, কাক ডাকা ভোরবেলা ।
জমে মজমা দেখি নানা খেলা, মন উদাসী ঐ বাঁশের
বাঁশি আহা কে বাজায় সুরেলা !  
ঢাক গুড়গুড় ঢাকের বাদ্য উলুধ্বনি আরও সেথা শুনি
গজ নিনাদে পূজারির ধ্বনিত শাঁখ ।
তাই তোমার অপেক্ষায় খোলা জানালায় দাঁড়িয়ে ঠায়
বলি কাব্যকথায় তুমি এসো, এসো হে বৈশাখ ।  


নাগরদোলায় ঘুরবো চরকি খাবো মুরালি মোয়ামুড়কি
আর সাধের পান্তাপিয়া ।
রঙ বেরঙের ফানুস, হরেকরকম মানুষ দেখে জুড়াবো
মোর এই পোড়া হিয়া ।
তোমার আগমন বার্তা শুনে বনে বনে বড় আনন্দঘন
মনে নব ঘড় সংসার পাতে পাখালী পাখ ।
এমনই শুভক্ষণে হর্ষ বদনে হার্দিক অভিবাদনে তাই
স্বাগত জানাই তুমি এসো, এসো হে বৈশাখ ।


যখনই আসতে চাও, তখনই বুঝি জানাও সেই খবর    
করে ছারখার হঠাৎ উঠাও কালবৈশাখের ঝড় ।
বল বাঙালী আর না হতে চাইলে কাঙালি থেকো না
বেখবর থেকো না নড়বড় ।  
তোমার শুভাগমনে সুচি হোক সকল অশুভ কার্যকলাপ
মুক্ত হোক ভুক্তভোগী রোগী যুগি যা আছে লাখ লাখ ।      
আমরা যত জেলে-তাতি, বাবু-চাষা নববর্ষ নিয়ে করছি  
আশা ফেরাতে হতদ্দশা তুমি এসো, এসো হে বৈশাখ ।  
  
মুরালি > খাদ্য বিশেষ ।
পান্তাপিয়া > পান্তা যোগে তেলাপিয়া মাছ ।


* বৈশাখের আগমনে আজকের এই আগাম লিখা কবিতাটির মূল উদ্দেশ্যই হল ১লা বৈশাখের আচার অনুষ্ঠানে পান্তা ইলিশ খাওয়ার বিধবংসীমূলক একটি অপসংস্কৃতি যে চালু হয়েছে তারই বিরুদ্ধে । আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন নামক একটি মানবসেবী সংগঠন থেকে এই প্রচারটি বেশ ক'বছর চালিয়ে আসছি এবং সফলতারও মুখ দেখছি । বৈশাখ মাসে মা ইলিশেরা ডিম ছাড়ে । যাতে একটি মা ইলিশের গর্ভে ২০/৩০ লক্ষ ডিম থাকে । কিছু অসাধু চক্র আমাদের ইলিশ শুন্য দেশে রূপান্তরিত করতে এই ১লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার হুজুগটি জুড়ে দেয় আর সেই সাথে ইলিশ শুন্য হতে থাকে সেই থেকে । এখন রাষ্ট্রও এ ব্যপারে এগিয়ে এসেছে বলে আজ ইলিশের প্রাচুর্য বেশ লক্ষণীয় হয়ে উঠেছে । তাই আসুন সবাই এই বিষয়টি সবাইকে অবগত করি । প্রজন্মের জন্য ইলিশের ভাণ্ডার গড়ি । ঐ দিন পান্তাভাতের সাথে ইলিশের বদলে পাতে তেলাপিয়া বা অন্য কিছু রাখি । এ জন্যে বিশেষ অনুরোধ রইল সবার প্রতি  ।  
  
রচনাকালঃ- দুপুর ৩.১৩টা, বৃহস্পতিবার, ২৫ চৈত্র ১৪২৭,
৮ এপ্রিল ২০২১, মিরপুর, ঢাকা ।