সোনামুনি ওগো টুনটুনি
কবে তুমি আসবে শুনি ?  
আমার শখের গুলবাগিচায়  
কে দেখে না লোভ লাগায় !
আমি শুধু তোমারই আশায়
আজও বসে দিন গুনি !


মমতাময় ওরে টুনটুনি
বল না কবে আসবে শুনি ?  
অপেক্ষায় থাকতে থাকতে
ফুলগুলো পারি না রাখতে  
চায় সবাই পরাগ মাখতে
যাতে ভবিষ্যৎ বীজবুনি !


টুনটুনি গো টুনটুনি........
হইও না কভু এমন খুনি
নিষ্পাপ ফুল শুকিয়ে মেরে
নিও না কারো স্বপ্ন কেড়ে
যেও না এই বাগিচা ছেড়ে
খাবে আমজনতার বুকুনি !  


মনোলোভা ও টুনটুনি......
ফিরে এসো না গো এক্ষুনি
সত্যিই যদি সুখী হতে চাও
তবে আমার বাগিচা বাঁচাও
মন আনন্দে লেজ নাচাও
আর গান গাও গুনগুনি ।


রচনাকালঃ- রাত ১.০০টা, রবিবার, ১৪ আষাঢ় ১৪২৭,
৭ শাওয়াল ১৪৪১, ২৮ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।