ফুটপাতের ঐ দোকানদার
তার বুকটা করে হাহাকার
এই চলে তো এই চলেনা
তার জীবন আর সংসার ।


ফুটফুটে সব পোলামাইয়া
বাপের দিয়ে থাকে চাইয়া  
মিটায় না বৌয়েরও বায়না
চিকিৎসাও হয়না মাবাবার ।


বারেবারেই সে হয় উদ্যমী
হয় কতনা কঠোর পরিশ্রমী
সহযোগিতা কারোই পায়না
শুধু উচ্ছেদই হয় বারংবার ।  

নিত্যই বেকারত্ব বাড়ে শুধু
নেতার মুখে যত ছড়ায় মধু
তাদের কথা কেউই ভাবেনা
যেই থাকুক দেশের সরকার ।


ফুটপাতের ঐ দোকানদার
সস্তায় বাঁচায় কত খরিদদার
ভালোভাবে নিজেই বাঁচে না
স্বাদ আশাও বাঁচেও না তার ।  


রচনাকালঃ- রাত ৯.২৩টা, বৃহস্পতিবার, ২ পৌষ ১৪২৭,
১ জমাদিউল আউয়াল ১৪৪২, ১৭ ডিসেম্বর ২০২০, মিরপুর, ঢাকা ।