জীবনানন্দে অতি মত্ত রহে বন্ধু
ঘুরে দেখলাম যত রঙ্গ বাহারের মেলা
কি উদ্দেশ্যে এ ধরায় জন্মিলাম আমি
তা না ভেবে শুধু খেলেই গেলাম কত সাধের খেলা
ছেলে বেলাটাই যেন ফুরালো না মোর
কিন্তু কখন ফুরিয়ে যে গেল বেলা
দায়িত্বপ্রাপ্ত হয়ে এলাম নাকি ভবে
সবই তো করলাম তবে কর্তব্যেই করলাম হেলা !
করবো করবো করে, ভাবছি দিন তো আছেই পড়ে
জীবিকাতেই জীবন কাটল মোর ফুরালোই না ঝামেলা
দেখতে দেখতেই মন মাঝি হঠাৎ একদিন
ছেড়ে যাবে শরীর নামের তার সুন্দর এই ভেলা
কত যতনে সাজিয়ে রাখা সোনার অঙ্গখানি আহারে !
স্বজন ছেড়ে সুনসান কবরে পড়ে রবে যে একেলা
কর্তব্য ভুলে আনমনে সেথায় চলে গেলে
জবাবদিহিতার চরম দিনে সামলাতে পারবে সেই ঠেলা ?