সৃষ্টির সুচনা লগ্নেই আদি পিতামাতারা
করেছিল ভুল তারা পেয়েছিলও শাস্তি ।
কিন্তু বড় দুর্ভাগ্যজনকভাবে নেতারা ভুল
স্বীকার তো করেই না করে মৌজমাস্তি ।


আমাদের নেতা নাম্নী দেবতারা যদিবা
মুখ ফস্কেও করে ফেলে কোন ভুল ।
তৎক্ষণাৎ তাদের অন্ধ অনুসারীরা ভাই
সে কথার সাফাই গাইতে হয় ব‍্যকুল ।


ঐ দেবতারাও হয়তো মনে মনে হলেও
নিজের ‍ভুল করে নেয় স্বীকার ।
আর আমাদের অন্ধ অনুসারীরা কোন
কিছুতেই যেন মানবেনা হার ।


যে নির্বোধ নেতাদের মোটা দাগের ভুল
একটি অবুঝ শিশুও ধরে ।
না ওটা নাকি ভুল না, বরং তার বুদ্ধির
তারিফ করতে করতেই তারা মরে ।


মানে তাদের দেবতারা ভেবে চিন্তে কিছু
না বলুক না করুক দোষ নেই তাতে ।
অনুসারী নামের সেই পুজারীরা ওটাকেই
ঐশীবাণী বানাবার কৌশলে উঠে মাতে !!


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, ২৭ শ্রাবণ ১৪২৯,
১০ আগষ্ট ২০২২, মিরপুর ঢাক ।