তোমার মত এক বন্ধু পেলে শত
শত্রুর আর হয়না দরকার ।
বাইরের অবয়ব সবই ঠিক রেখে
তুমি ভিতরটা কর ছারখার ।


সুমিষ্ট কথার অন্তরালে কৌশলে
তুমি হীনস্বার্থ কর চরিতার্থ ।
বোবায় ধরার মতন কর শিকার
বন্ধুত্ব ফাঁদিয়ে না হতে ব্যর্থ ।


তোমার মত কাপুরুষ আর হয়
কি রে এই সুন্দর দুনিয়ায় ?  
কি হবে রে তোর এমনটা করে
করুণভাবে শোধিবে যে দায় !


বন্ধুত্বের নামে বিশ্বাস ঘাতকতা
করতে নেই কোন দিনও ।
প্রকৃতির নির্মম পরিহাসে একদা
তারই পায়ে পড়বে শোন ।    


রচনাকালঃ- দুপুর ১.১৫টা শনিবার , ১০ কার্তিক ১৪২৬,
২৬ সফর ১৪৪১, ২৬ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।