ঘুউ উ উ উ ম..... ঘুউ উ উ ম..... ঘু উ ম......
ঘু ম ব রা ব র ঘুম ।  
জগৎ জুড়ে যুবাদের যেন ঘুমের সে কি পড়েছে ধুম !  
সারারাত মনিটরে মণি বিদ্ধ করে,
অতন্দ্র প্রহরীরা করছে যে কি কাজ, রাত যখন নিঝুম ?

রাতভর খেটেখুটে, কাজ করে বাছা ইন্টারনেটে,
দিনে সাজে বাঘ; বাবার টাকা নিতে করে হালুম হালুম ।  
ওদিকে রাজ্যের কাজ ফেলে, আসল কর্তব্য ভুলে,
দিনভর নাক ডেকে তারা; শুধু বেঘোরে ঘুমায় বেমালুম ।

পড়াশুনায় মন নাই; মিটিং-এ হা-করে তুলে হাই,
নেশাভরা ঢুলু ঢুলু চোখে; কি সব বলে আগডুম বাগডুম !
মনীষীরা বলে, স্বাস্থ্য সম্পদ জ্ঞানী হতে হলে;
সূর্যোদয়ের আগেই উঠো সবে- শেষ রাতেই শেষ কর ঘুম।

আফসোস, এত উচ্চ শিক্ষিত হয়েও আমরা, রাত জেগে;  
অমুল্য স্বীয়শরীরটার উপর চালাচ্ছি কত অত্যাচার জুলুম ।
আজ কিসের কি ইন্টারনেট, ফেসবু্‌ক, টুঁইটা্‌র, ভাইবারের  
আসক্তি ধরে দিয়ে ঐ বেনিয়ারা খুশিতে করে বাক.বা কুম।
তারা পুঁজিবাদের করছে চাষ, মোদের বানিয়ে দাস,
করছে সর্বনাশ যত প্রতিভা, সুযোগ-সম্ভাবনাকে করে গুম।
  
অথচ, প্রাতঃস্মরণীয় মনীষীরা; উঠতো জেগে প্রত্যুষেই,
মানুষের তাতেই সমূহ কল্যাণ, তাইতো তা স্রষ্টারও হুকুম ।