বিংশ শতাব্দীর বড়ই উর্বরা গণতন্ত্র
একবিংশ শতাব্দীতেই হল ধু ধু মরু ।
গণতন্ত্র চাষি হল অভাবী বারোমাসি
কর্ষ জমি হারিয়ে তার বাকী থাকলো গরু ।
তাই নতুন আশায় চাষা বুদ্ধি আঁটল খাসা
এবার তার বাণিজ্য হবে গরু দিয়ে শুরু ।
বাকস্বাধীনতার প্রজাতন্ত্রে নির্বাক প্রজা
আজ মহা আতঙ্কে কাটায় দিন বুকে দুরুদুরু ।  
রাজনীতির প্রশস্ত রাজপথ হয়েছে যেন
ধর্মীয় সঙ্কীর্ণতায় কানা গলির ন্যায় সরু !
মানব মুক্তির কথিত গণতন্ত্রে এখন
ঢুকে পড়েছে যে গরু, মানে গণতন্ত্রে গরু !  


বিশেষ দ্রষ্টব্যঃ গত ১৮ তারিখে ভারতে আবারও গরুর জন্য মানুষ হত্যা হয়েছে । যার প্রকাশ গত ২০ শে মে ভারতীয় দৈনিক পত্রিকা গুলোতে এসেছিল । তারই প্রসঙ্গক্রমে এই লেখনী ।