বৃটিশ পরবর্তী নব‍্য পরাশক্তি এক দেশ সেই আদলে
উপনিবেশ গড়ে করতে চাইল বিশ্ব শাসন ।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধে সেই বৃটেনের করুন পরিনতি হতে
দেখে তারা করল না আর ঐ ইচ্ছা পোষন ।
তারা ভাবলো দেশে দেশে উপনিবেশ গড়ে শাসন
করার এবার দিন শেষ ।
তাই তারা দূর হতে বিশ্ব শাসন কল্পে বেছে নিল
জনতার মস্তিক নিয়ন্ত্রণের সূত্র বিশেষ ।
রাজতন্ত্র সমাজতন্ত্র হটিয়ে ঢুকিয়ে দিল গনতন্ত্র
নামের এক মহা ভেদ দর্শন ।
যত পারো খন্ড খন্ড কর তাদের ঐক‍্য সম্প্রীতির
বন্ধন ভেদ করে কর শাসন ।
চেতনা দিয়ে ফেৎনা করে দ্বন্দ্ব বিগ্রহ বাড়িয়ে তোরা
নিজেরা নিজেরাই মারামারি করে মর ।
রাজনীতির মূলাটা মোদের ধরিয়ে দিয়েছে এবার
সবাই তাদের আমেরিকাটাকে গড় ।
গনতন্ত্র মানে চোর বাটপার গুন্ডা বদমাশ ভিখারীরাই
বেশী আসবে নেতৃত্বে ।
চাইবে তখন সবাই অসদুপায়ে অনাদিকাল থাকতে
স্বৈরাচারী হয়ে কতৃত্বে ।
করবে সমাজ ধ্বংস গড়বে অঢেল অর্থ বিত্তের পাহাড়
আর প্রতাপ প্রতিপত্তি ।
পরিশেষে সব নিয়ে জমাবে পাড়ি ঐ স্বপ্নের দেশে আর
মোদের রক্ত পেষা অর্থ হবে তার সম্পত্তি ।


রচনাকালঃ- রাত১১.৫৪ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ ঠাকুরগাঁও ।