( মানুষ অতিরিক্ত পাপ করে ফেললে বা সত্য অনুসন্ধানে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ না করে কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস, অবিদ্যা দ্বারা ক্রমাগত প্রভাবিত হতে থাকলে তার ব্রেনের ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্ম কাঠামো বদলে যায় । তখন সত্যবানী শোনার আগ্রহ ও সামর্থ দুটোই হ্রাস পায় এবং ক্রমান্বয়ে অন্তর বিভ্রান্তির আস্তরে স্থায়ী ভাবে আচ্ছাদিত হয় যাকে আমরা গুমরাহি বলি )


যতই বল নীতি কথা ওদের
ওরা তা শুনবেনা......।
যতই দেখাও যত যুক্তি ওদের
ওরা তা মানবেনা......।


যতই হোক সৎ কর্ম তোমার
ওরা সেই আদি কীর্তি ছাড়বেনা ।
যতই হোক সরল সুন্দর পথ তোমার
ওরা তোমার পথে আসবেনা।


যতই দেখাও মহানুভবতা ওদের
ওরা তোমায় বিশ্বাস কভু করবেনা ।
যতই ভালোবাসা দাও ওদের
ওরা তোমায় তবুও করবে ঘৃণা ।


যতই জানাও স্রষ্টার অমোঘ বানী
ওরা জেনেও জানবেনা............।
যতই দেখাও প্রকৃতির নিদর্শন ওদের
ওরা দেখেও দেখবেনা.............।  


ওরা শুনবেনা ওরা জানবেনা
ওরা দেখবেনা ওরা মানবেনা
কেননা............???
ওরা গুমরাহি ! ওরা গুমরাহি !


ওদের চোখে যে পর্দা পড়েছে........
অন্তরে ওদের মোহর মেরেছে........
সময় হারিয়ে তারা সবই মানবে বটে,
কিন্তু সুযোগ তখন আর থাকবে না ।
জাহান্নামই হবে যে তাদের শেষ ঠিকানা !!!


রচনাকাল- রাত ১২.৪৩টা রবিবার
১৪/১১/১৬ মিরপুর, ঢাকা ।