যে দেশে গুনের কদর নাই
সে দেশে জন্মে না তো গুনী ।
সে দেশেই বেশী জন্মে তাই  
যত চোর ডাকাত লম্পট খুনি !
প্রতিভা রাখা যায়না দাবিয়ে
সে তো উঠবেই উঠবে জ্বলে ।
নাদিলে তারে কাজে লাগিয়ে
সে যে ভিনদেশে যাবে চলে !  


গুনী ছাড়া বলতো শুনি দাদা  
কিভাবে হবে দেশের উন্নয়ন ?
অমন চোর ডাকাত গাদা গাদা
হলে কর্তা হয় দেশেরই পতন ।
সত্যি যদি চাও দেশের উন্নতি
মুল্যায়ন কর তবে গুনীর প্রতি ।।

রচনাকালঃ- দুপুর ১.৪০ টা
বৃহস্পতিবার ০৪/১০/২০১৮ মিরপুর, ঢাকা ।