চারদিকে দেখি শুধু মানুষ আর মানুষ,
তবে দেখতে মানুষ হলেও সবে তো মানুষ না !
কারণ এদের কান্ডকীর্তি, ভাবনা চিন্তা  
দেখে লজ্জিত হয় যে ভূতপেত্নী কুকুর হায়েনা !


মানুষ সারাক্ষণ কি করে করতে সচেষ্ট
থাকে মানুষ হয়েও শুধু মানুষের অনিষ্ট সাধন ?
এমন দেখতে দেখতে মন বড়ই বিষন্ন,
সদা থাকিও লজ্জিত মানুষ নামটি করে ধারণ !


সবার ঘাড়ের উপর রয়েছে সমান ঘিলু
সম্বিলিত অতীব মূল‍্য মানের একটি করে মাথা ।
তা শুধু অন‍্যের অনিষ্ট সাধনেই ব‍্যবহৃত
যদি হয়, এমনটা শুনে মনে লাগে দারুণ ব‍্যথা !


সাপ-বিচ্ছু বাঘ-ভাল্লুক জীন-ভুতের আজ
আর তেমন কোথাও কারো নেই তো কোন ভয় !
ভয় শুধু হয় এই দু'পায়া প্রাণীটিকেই, যে
সব কিছু ধ্বংস করতেও নৃশংস সবচেয়ে নির্দয় !


বন‍্যরা জন্মেই বন‍্য, মানুষকে মানুষ নামে
হতে হলে ধন‍্য, তাকে জাগাতে হয় কাল্ব-ই জ্ঞান ।
সর্ব সেরা এই প্রাণীটির সর্বোচ্চ ক্ষতিকর
দিকটি দমাতে তাকে শিখতেই হয় ইবাদত ধ‍্যান ।


রচনাকালঃ- রাত ৮.৫৪টা, ১২ নভেম্বর ২০২০,
দিনাজপুর থেকে বাস যোগে ঢাকা ফেরার প্রাক্কালে ।