নিজের সঙ্গে নিজেরই প্রতিযোগিতায়
উন্নত থেকে উন্নতর হচ্ছে বিজ্ঞান ।
তাতে আছে অঢেল আর্থিক লাভালাভ,
বেনিয়ারা তা বেচাকেনায় ধনবান ।


কিন্তু তদানুযায়ী যে বাড়ছে না মোটেও
মানুষের মানবিক আকল জ্ঞান ।
বরং বিজ্ঞান মানুষকে করেছে মহাব‍্যস্ত
তার ব‍্যবহারে ন‍্যস্ত সবে অজ্ঞান ।


ফলে মানুষের সভ‍্যতা ভব‍্যতা মানবতা
শিষ্টাচার আজ সবি যেন হচ্ছে ম্লান ।
বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে জ্ঞান যদি না
বাড়াই সভ‍্যতা তবে রবে না দন্ডায়মান ।


জ্ঞানহীনের অনিয়ন্ত্রিত বিজ্ঞান ব‍্যবহারে
প্রযুক্তিদক্ষ পশু হচ্ছে মানব সন্তান ।
তাই বলছি না যে বিজ্ঞান ব‍্যবহার কমান
বলছি এর সঙ্গে মানবিক জ্ঞান বাড়ান  ।


রচনাকালঃ- ভোর 6:26টা, সোমবার 21/09/2020
ঠাকুরগাঁও ।