একদিন চুরি করে চোরা দশদিন খায়
তাতে কারো কতটুকুই বা খোয়া যায় ?  
কিছু সন্ত্রাসী করে ব্যবসায় চাঁদাবাজি
তাতে তারা হয় দিতে সহজেই রাজি ।


কিছু ডাকাত শুধু ধনীর ধন লুটে হঠাৎ  
তাতে ধনীর ধন সবই হয় না নিপাত ।
কোন ধর্ষক করলে নারীর শ্লীলতাহানি
তাতে মাত্র কিছু দিনই চলে কানাকানি ।


কিন্তু এ দেশের গুটি কয়েক জ্ঞানপাপী
সমাজ ধ্বংসের সব রেকর্ড দিল ছাপি ।
তাদের কলমের খোঁচায় ও কুপরামর্শে
সব পাল্টিয়েছে জনতার নীতি আদর্শে ।


শিক্ষানীতি অর্থনীতি দেশ-পররাষ্ট্রনীতি
ধর্ম কর্মের ঐতিহাসিক শিক্ষণীয় স্মৃতি ।
সুকৌশলে ওরা সব সমূলে করে ধ্বংস
ওদের জন্যই গড়তেছে ক্রীতদাস বংশ ।  


ও হে জনার্দন জনতা কেন বুঝ না তা
নেতা বলতে মানুষ হয়না তো দেবতা ।  
আর জ্ঞানী বলতে বুঝবেনা ডিগ্রীধারী
বরং এরা দেশ ধ্বংসে বড় চক্রান্তকারী !


রচনাকালঃ- রাত১.৪৮টা, বুধবার , ৬ জ্যৈষ্ঠ ১৪২৭,
২৬ রমজান ১৪৪১, ২০ মে ২০২০, মিরপুর, ঢাকা ।