কি একটা রোগে ভুগছে ধরা
স্ব স্ব স্থানে সবাই আত্মহারা
কি মূর্খ কি শিক্ষিত
কোন ধর্মে দিক্ষিত
নিজেকে নিয়েই পাগলপারা
করে শুধুই হামবড়া হামবড়া  ।


ট্যারা লুলা কিংবা কানাখড়া
হোঁৎকা পেটুক কি আধমরা
নেইকো হীনমন্যতা
উধাও যেন দৈন্যতা
ছুটায় ঊর্ধ্বশ্বাসে পাগলাঘোড়া
করে শুধুই হামবড়া হামবড়া  ।


আজ মুক্তচিন্তা করেই বা কারা
সবে দেখি স্বীয় চেতনার গোঁড়া
যার যার মতে মত্ত
নিতে চায় করায়ত্ত
উদ্ভ্রান্ত হয়ে সবাই চলছে ওরা
করে শুধুই হামবড়া হামবড়া ।


বুঝে না তো কিছু আগাগোড়া
কথা বলে চলে সবে লম্বাচওড়া      
বলতে সবাই ব্যস্ত
যেন তাতেই ন্যস্ত
কত পাগলে ভরা এই বসুন্ধরা
করে শুধুই হামবড়া হামবড়া ।


তাইরে নাইরে আজ লেখাপড়া
তাই অন্তসার শুন্য হচ্ছি মোরা
গুনের কদর নাই
ধনীর দাস সবাই
একটুখানি থাকলে পকেট ভরা
কাজেই করি হামবড়া হামবড়া ।  


রচনাকালঃ- রাত ১০.৩৮টা, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১, মিরপুর, ঢাকা ।