মানুষ হিসেবে জনহিতকর একটি স্বপ্ন থাকা চাই
প্রতিনিয়ত ঐ লক্ষ‍‍্য পূরণে করে যেতে হবে কাজ ।
যদি না থাকে তবে তো তুমি ভীষণ পস্তাবে ভাই !
মানুষ হিসেবে জনহিতকর একটি স্বপ্ন থাকা চাই ।
না হলেই তুমি হবে হতদরিদ্র নয়তো দূর্নীতিবাজ !  
স্বপ্নহীন জীবন নয়, তার সার্থকতায় হও স্বপ্নবাজ ।
মানুষ হিসেবে জনহিতকর একটি স্বপ্ন থাকা চাই
প্রতিনিয়ত ঐ লক্ষ‍‍্য পূরণে করে যেতে হবে কাজ ।


রচনাকালঃ- রাত৮.০৯টা, শনিবার, ২৩ শ্রাবণ ১৪২৮, ৭ আগষ্ট ২০২১, মিরপুর, ঢাকা ।