আগে হেঁটে হেঁটেই সবাই সর্বত্র কতই না চলতাম মোরা ।
যেই না হলাম একটু আধুনিক আহা পেলাম গাড়ি ঘোড়া ।
সেই থেকেই আর পা চলেনা মোদের হলাম অচল খোঁড়া ।
চাহিদা মাফিক বাড়েনি সড়ক গাড়ীই বেড়েছে শহর ভরা ।  
তিলোত্তমা ঢাকার যানজট এখন খ্যাতি পেল বিশ্বজোড়া ।


নিয়ত বাড়ছেই গাড়ি আর হচ্ছে গোঁদের উপর বিষ ফোঁড়া ।  
গাড়ি আছে সড়ক আছে তবু হাঁটি আর বলি কপাল পোড়া ।
যেন গাধায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল হয়ে বিমর্ষ মন মরা ।
না, বরং সুস্থ থাকতে এ উসিলায় হাঁটাহাঁটি করি হে বন্ধুরা ।
কেউ টিপ্পনী কেটে কবেনা টাকা বাঁচাতে হাঁটো নাকি তোরা ?  


রচনাকালঃ- রাত ১টা ২১/০২/২০১৯ মিরপুর, ঢাকা ।