কোটি সন্তানেও পরিতৃপ্ত হে প্রিয় জননী  
তুমি মোদের অপরূপা রূপসী বাংলা !
বড় আশা নিয়ে অগাধ ভালোবাসার
বসিয়েছ বিরাট স্বজন-বান্ধবের মেলা !

তবুও তোমার রূপ মাধুর্যের মোহিনী  
আজো কমেনি, কমেনি এতটুকুও জেল্লা !  
তাই তো ঐ রূপের লালসায় এখনও পাগল
দেশী বিদেশি সব চিহ্নিত কুখ্যাত দস্যুগুলা ।

তোমার রূপ আর সম্পদ দুহাতে লুণ্ঠিতে
তারা এখনও করে কতনা ছলাকলা ।
তাতে যদি বাধ সাধে তোমার উদরজাত
সে সব প্রান প্রিয় সন্তান-সন্ততিগুলা ।


ঐ দস্যুরা একটুও কার্পণ্য করেনা চালাতে
বুকে বুলেট, কাটতে তাদের গলা ।
হায় ! তারাই স্বজনের খুনে তোমারই পায়  
আলতা রাঙ্গায়, গলে পরায় ফুলের মালা !  


এভাবেও ভালোবাসলে কেউ তোমায়
তাদের যায় কি প্রেমিক বলা ?
ঐ বদজাতদের প্রেমে পড়ে স্বীয় সন্তানদের
আর বাড়াইও না গো দুঃখের জ্বালা.........


সুখ শান্তি উন্নতি প্রগতি ওরা পারবেনা দিতে
ওরা যে সব ঐ শীর্ষ শয়তানের চেলা ।
ওরা নিজ স্বার্থ চরিতার্থে অবলীলায় পারে  
ধ্বংসযজ্ঞ, গণহত্যা, করতে লীলাখেলা ।  
হঠাও এক্ষনি ওদের, নইলে ওরা তোমার  
স্বজনের রক্তে রাঙাবে আরো কত কারবালা ।।
                
রচনাকালঃ- সোমবার ১৫/০২/১৫ মিরপুর, ঢাকা ।