পরপোকার করে যাও প্রতিনিয়ত নিঃশর্তেই
ভূলেও যেন প্রতিদান চেওনারে ভোলা ।
তোমার পুরস্কার দেবার জগতে কেউ যোগ‍্য
নয় প্রভূর কাছে যত্নে তা আছে তোলা ।


তুমি মানুষ মানে প্রভূর প্রতিনিধি তোমাকে
সদা প্রতিনিধিত্ব করে যেতে হবে তারই ।
তার সব সুবিধা ভোগ করে তুমি তার কাজ
না করে কিছু করতে পারো না কারোই ।


অন‍্যের জন‍্যে কল‍্যানকর কিছু করা নয় তো
তোমার ইচ্ছা অনিচ্ছা বা দয়ার দান ।
বরং পরের কল‍্যানের তরে নিজেকে শঁপে
না দিলে তুমি পাবে না কভু মান সম্মান ।


পরহিত কর তাই পরিত্রাণ আর পরকালীন
অনন্ত জীবনের পাথেয় সঞ্চয়ের তরে ।
যা করার কর প্রতিনিয়ত সব হবে না তো
সময়মতো নয়তো শুধুই পস্তাবে পরে ।


রচনাকালঃ- রাত ৯:০৮টা, শনিবার, ২০ মার্চ ২০২১,
মিরপুর, ঢাকা  ।