কতদিন আর সেই শাক
দিয়ে মাছ ঢেকে  
চলবে ?
কতদিন আর বানোয়াট
মিথ‍্যেটা নির্জলা
বলবে ?


সত‍্যটা তো সময় মতো  
স্বমহিমায় হবেই  
উদ্ভাসিত ।
মিথ‍্যেগুলোও প্রাণ পণে
নিধুবনে ছুটে যাবে
নির্বাসিত ।


গৌরবোজ্জল ইতিহাস
ঐতিহ্য না থাকা
সত্বেও  ।
গোঁজামিল মেরে দাও
ঐ লালিত ধর্মের
তত্ত্বেও ।


অপতৎপরতা চালিয়ে
ছড়াবে যতই
বিভ্রান্তি ।
ডেকে আনবে যে তত
তোমার নিজেরই
অশান্তি  ।


অস্থি মজ্জাতেই ধরেছে
যখন প্রাণঘাতি
ব‍্যাধি যক্ষা ।
কোন কিছুতে তোমার
আর হবে না
শেষ রক্ষা !
  
রচনাকালঃ- দুপুর ১:২৬টা, সোমবার, ২৬ বৈশাখ ১৪২৯, ৭ শাওয়াল ১৪৪২, ৯ মে ২০২২, মিরপুর, ঢাকা ।