সৎ থাকার জন্য আমি যত করছি লড়াই
তত পার হচ্ছি যেন সতত চড়াই উতরাই
দুর্নাম ছাড়ে না পিছু করতে পারিনা কিছু  
ভেঙ্গে চুরমার হচ্ছে মোর সততার বড়াই ।  


পক্ষান্তরে ঐ্সব পাপীরা যত করছে পাপ  
প্রায়ই সবাই বরং তাদেরই ডাকছে বাপ
কতনা ভাবে প্রশংসাও করা যায় তাদের
আশ্চর্য সব অপকর্ম করেও তারা নিষ্পাপ !  


একি যুগের যন্ত্রণা নাকি আমারই দুর্ভাগ্য
নাকি এই দুনিয়ার জন্য আমি নই যোগ্য
লাঞ্জনা গঞ্জনা বঞ্চনার এই জীবন নিয়ে
নাকি সংসার ত্যাগে বেছে নেবো বৈরাগ্য ?

জীবন নিচ্ছে এখন এ কোন দিকের বাঁক
সবকিছু বলতেও তাই রাখছি না রাখঢাক    
সততাটা কি ভাগ্যের লিখন নাকি চেষ্টার  
ফসল, জানি না, ভেবে শুধুই হই হতবাক !  


রচনাকালঃ- সকাল ৮.১০টা, সোমবার, ২৭ আশ্বিন ১৪২৭,
২৪ সফর ১৪৪২, ১২ অক্টোবর ২০২০, মিরপুর, ঢাকা ।