হে মানুষ............
চলনে বলনে কাজে কর্মে তোমার সদা
সজাগ থাকা চাই জ্ঞান হুশ ।
কারণ, পরোপকার করা তোমার দ্বারা
খুব একটা সম্ভব না ।
অথচ তোমার দ্বারা সবার ক্ষতির আছে  
সমূহ সম্ভাবনা ।
সাধ‍্যাতীত সাধনা ছাড়া পরোকার করা
যে আসলেই সম্ভব নয় ।
কিন্তু অন‍্যের ক্ষতি সাধন করা তোমার
তো না চাইলেও হয় !
তাই যত ভয় তোমাকে নিয়ে জীন ভূত
জানোয়ারের চেয়েও বেশী ।
তুমিই যে এ দুনিয়ার বুকে সবার চেয়ে
বড্ড বেশী স্বার্থন্বেষী !
তোমার অঙ্গ প্রত‍্যঙ্গ হয়ে পড়ে যে হঠাৎ  
অনিয়ন্ত্রিত জিহ্বাও কথা বলে বেফাঁস  ।
কারণ তোমার শরীর শুধু তোমারই নয়
তাতে শয়তান করে অবাধে বসবাস !
তাই তো ভাই, নিজেকে চেনা চাই যদি
চাও জীবনের সত‍্যিকারের সার্থকতা ।
এ জন‍্যেই তোমার চাই সর্বদাই ঘটাতে
সংযোগ আত্মার সাথে পরমাত্মা ।


রচনাকালঃ- বিকাল ৩.২৯টা, সোমবার, ৩০/১১/২০২০, ঠাকুরগাঁও ।