( গত ৭ এপ্রিল কলকাতা যাদবপুর সূর্যসেন হলে বাংলাদেশ ভারত মৈত্রী কবি সম্মেলনে পাঠকৃত । )


জনশ্রুতিতে আছে আজকে যা ভাববে বাংলা,  
দিল্লী ভাববে আগামীকাল, বিশ্ব ভাববে তারও পরেরদিন ।  
তবে বাংলার সমাজ কেন পিছিয়ে আছে আজ,  
এখনও কেন মোরা ভুখানাজ্ঞা দিনহীন যেন হইনি স্বাধীন ?  


কেন এখনও কুসংস্কারের বেড়ী পড়া মম পায়ে,  
পুঁজিবাদের দাস হয়ে হয়েও আছি রাজনীতির দাবার ঘুটি ?
অপর দিকে বুদ্ধিজীবীদের যেন বড় অংশটাই
ঐ নেতা বেনিয়ার চাটুকারিতায় মত্ত থেকে খাচ্ছে লুটোপুটি !


অথচ বাংলার কবিরা আজ দীপ্যমান বিশ্বরবি
তারা যে এখনও রচেই চলেছে বিশ্ব সেরা সাহিত্য সম্ভার ।  
আফসোস, নিজের সাফল্য চূড়ায় নিতে ব্যস্ত
সবে, কিন্তু সমাজের ভাগ্য উন্নয়নে কেউ নেয়না দায়ভার ।


নাহ্‌ এমন উদাসীনতা আর নয়, আর কাউকেই  
নয় ডর ভয়, ঘুমিয়ে থাকা বা মেতে থাকাও আর নয় গো ।  
কবিরা সমাজের বিবেক এবার তারাও জেগেছে
তবে দয়া ভিক্ষা আর নাহি মাগো, জাগো বাঙালী জাগো......।


রচনাকালঃ- সকাল ৮.২১টা শনিবার ২৩ চৈত্র ১৪২৫,
৩০ রজব ১৪৪০, ৬ এপ্রিল ২০১৯ মিপুর, ঢাকা ।