মনে তোমার বড় আশা          করবে প্রেম ভালোবাসা
             হাতটা দিয়েছ বাড়িয়ে বিশ্ব পানে ।
কে আছে অমন মানুষ            চেয়ে আছে যত ফানুস
             সর্বনাশা ফাঁদ পেতেছে সব খানে ।


অবুঝ মনের বিশ্বাসে           তাদের পাওয়া আশ্বাসে
           ভাবো তাদের চেয়ে নেই বিশ্বস্ত বন্ধু ।  
মন প্রাণ দিও না শঁপে          নির্ঘাত যে ডুববে পাপে  
           গড়বে তখনই দুঃখের বিস্বাদ সিন্ধু !    


জীবনভর শুধু পস্তাবে            সান্তনা কেউ না দেবে
           অতএব এ ভুল হতে হও সাবধান !  
আর যাই কর নাই কর           ঐ প্রেমে যেন না পড়
           না জেনে করনা মন আদান প্রদান ।


তথাকথিত প্রেম প্রীতি          করে লাভ নেই শুধু ক্ষতি
           নিঃসন্দেহে এ এক ভয়ানক পাপাচার ।
বিয়ে বিনা মেলামেশা          এটাই তো চরম সর্বনাশা
           প্রাকৃতিকভাবেই হয় যে কঠিন বিচার !  


যে তোমায় ভালবাসবে          লাজে কি কাছে আসবে    
           সে যে প্রভুর ভয়ে সদাই থাকে তটস্থ ।          
প্রেম খুঁজো না যত্র তত্র          শয়তানের তাণ্ডব সর্বত্র
           জীবন সঙ্গী পেতে হও প্রভুর নিকটস্থ ।
          
রচনাকালঃ- রাত ৮.২৮টা, শনিবার, ৩রা বৈশাখ ১৪২৮,
১৭ বৈশাখ ২০২১, মিরপুর, ঢাকা ।