প্রেম প্রীতির ছলনায় তোমার সবই কেড়ে
নিয়েছে গো ? নিক, নিতে দাও ।
বন্ধুত্বের ফাঁদে ফেলে তোমাকে কি ধোঁকা
দিয়েছে বন্ধু ? দিক, দিতে দাও ।


জ্বালা যন্ত্রণা লাঞ্চনা গঞ্জনা বঞ্চনা যত না
যে দিচ্ছে দিক, নিরবে সয়ে যাও ।
প্রতিশোধ নিও না, তবে ভুলেও যেও না,
তাকে ছেড়ে তা হৃদে গেঁথে নাও ।


না, হতাশায় মরতেও যেও না; কিংকর্তব্য    
বিমুঢ়ও হইয়ো না শুধু জীবন পুড়াও ।
জীবাশ্ম পুড়িয়ে ঐ তেল নিংড়ানোর ন্যায়
জীবন পুড়িয়ে জীবনানন্দে দীপ জ্বালাও...


দু’দিনের এই দুনিয়ায় নাইবা করলে কিছু
সুখভোগ ঐ সুযোগ কাজে লাগাও ।  
জীবন না পুড়ালে তুমি যে আলোকবর্তিকা  
হয়েও জ্বলবেনা, সেটাই কি চাও ?


দেখনা, যারা খ্যাতনামা; সুখে হয়নি কেউ    
স্মরণীয়, দিলে দাগা পেয়েছে তারাও !  
কিছু করতে চাও তো বাস্তবতার স্বাদ নাও
আর জীবন পুড়িয়ে বন্ধু দীপ জালাও ।


রচনাকালঃ- রাত ৯.১৯টা বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭,
৩ শাওয়াল ১৪৪১, ২৭ মে ২০২০, মিরপুর, ঢাকা ।