সভ্যতার দাবীদার মহাশয়েরা যত মহীরুহ খেকো
সবুজ সম্ভার প্রকৃতিটা গিলে নিশ্চিন্তে নাহি থেকো
নির্দয় নির্মমে দিকদিগন্ত করো না সবই কংক্রিটে বিরান  
শহর গড়তে গড় না তোরা আর জিন্দা লাশের গোরস্থান ।    


রাস্তার পাশের সব বৃক্ষরাজি উন্নয়নে গেছে ভেসে
রবির রোষে পিচে পায়ে ফোস্কা, মগজ নিচ্ছে শুষে  
শহরে রাস্তায় গাছ না লাগানো তোদের কেমন কাণ্ডজ্ঞান ?  
শহর গড়তে গড় না তোরা আর জিন্দা লাশের গোরস্থান ।    


মস্ত কাজে মহাব্যস্ত শুধু মাল কামাও ওরে চাচা
টাকা লুটে সব ফাঁকা না করে জীবনটা তো বাঁচা
কোটিটাকার বাড়ি দু’টাকার বৃক্ষে শোভায় কর ছায়াদান
শহর গড়তে গড় না তোরা আর জিন্দা লাশের গোরস্থান ।  


পশুপাখির বাস ধ্বংস করে স্বীয়সুখের গৃহ গড়ে
দেখো না কি প্রকৃতির তাণ্ডবে মরছ যে বেঘোরে
ঐ গৃহ কোণে দাও না ওদের বাস উপরে কর ছাদবাগান
শহর গড়তে গড় না তোরা আর জিন্দা লাশের গোরস্থান ।  
  
যদি সুস্থ দেহ প্রশান্ত মন কর্ম ব্যস্ত সুখী জীবনে
অনন্তকাল সুখে কাটাতে চাও সুন্দর এই ভুবনে
গড়ে রেখে যেতে চাও তোদের দীপ জ্বালানোর খানদান
শহর গড়তে গড় না তোরা আর জিন্দা লাশের গোরস্থান ।  



রচনাকালঃ- রাত-১২.২২টা বৃহস্পতিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭,
১১ শাওয়াল ১৪৪১, ৪ জুন ২০২০, মিরপুর, ঢাকা ।