তুমি যা করে যাচ্ছ তা অসহ্য সীমাহীন,
সময় এখন আমার প্রতিকুলে......
তাই সয়ে যাচ্ছি নীরবে নিভৃতে প্রতিদিন ।


তোমার ঔদ্ধত্যপনা মাত্রাছাড়া লাগামহীন,
যা আমার হৃদয়ে রক্তক্ষরণ করে যাচ্ছে বিরামহীন ।
এত হম্বিতম্বি আর আত্মম্ভরিতা দেখাচ্ছ কেন ?
না হয় দুদিনের জন্য হয়েছ একটু ক্ষমতাসীন !


ভাবছ তোমায় দিন রাত নিরাপত্তা দেবে,
চাকর নকর প্রশাসন এখন যা আছে তোমার অধীন ?
আর এত তুচ্ছ করে দেখছ যেন আমায়.........
মনে হয় আমি কত অধম অসহায় ভিখারী মিসকিন !


না তা হইনি, আমার নাইবা থাকলো
তোমার মত রাজকীয় কারবার, থাকিনা যত ধুলোমলিন !
ভুলে যাসনা এসব, ঠিকই তোমার জবাব দেব একদিন ।
সবকটা বিষ দাঁত উপরে ফেলে দিয়ে
তোমার প্রতাপ আর অভিজাত ধুলোয় লুটিয়ে দেবো সেদিন ।


অন্ধকার কারা প্রকোষ্ঠে করবে দিনাতিপাত
ধুকে ধুকে পড়ে মরবি সেথায় হয়ে বড়ই অসহায় সঙ্গিন ।  
প্রতিটি মুহূর্ত কাটাবে অনুশোচনায় আর......
করবে প্রলাপ কেন এত ক্ষমতাদর্পী ছিলাম হবো যদি দিনহীন ।
মিথ্যা অহম আর অন্যায়ের আশ্রয় নিয়ে,
জীবনটাকে কেন অত বাড়াবাড়ি রকমের করেছিলাম রঙ্গিন---।।
                                  
রচনাকালঃ-সোমবার ২২/০৫/২০১৭ মিরপুর, ঢাকা ।