পড়াশুনাটা করেছ তুমি কোন মতে টেনেটুনে,
পরীক্ষার ফি টাও দিইয়েছিলে দয়া ভিক্ষায় এনে।  
তারপর, পরীক্ষার প্রশ্ন পত্র কৌশলে করে ফাঁস
নকল করে তুমি গাধা, কোন মতে করেছিলে পাস।


চাকরীটা জুটিইয়েছিলে; নেতার হাতে পায়ে ধরে,  
মোটা অঙ্কের যৌতুকে,নিয়েছিলে বিয়েটাও করে।  
পাতিনেতা হতে; কতনা করলে নেতার তাবেদারী,  
ঐ ছোট্ট পদটি পেয়েও; তোর সেকি রে খবরদারী !


ক্ষমতার দাপটে; করলে কব্জা মুক্তিযোদ্ধার সনদ,
লক্ষ তোমার নেবেই নেবে, স্থানীয় সেই মসনদ।
নির্বাচনে দাঁড়িয়ে তুমি; কত দ্বারে দ্বারে ঘুরলে,
কোন ভোট পাবেনা জেনে, ভোট ডাকাতি করলে।
  
অতঃপর, জনতাকে দেখালে কারে বলে ক্ষমতা,
দুহাতে সব লুটিলেই শুধু, দেখালেনা কোন মমতা।
এতদ সত্যেও, চাই তোমার সম্মান আর সুনাম,
ওরে নির্বোধ, একটুও ভাবলেনা কি এর পরিণাম ?
  
পদ তো হল অবশেষে এবার চাই তোমার পদবী,
লুটের টাকায় তাই নিয়োগ করলে শক্তিশালী লবি।
টাকার এখন করেছ পাহাড়, ছিলে ভিখারীর ছাও  
টাকা দিয়েই এখন তুমি, যা খুশি তাই করতে চাও।
  
সব খেলা শেষে; হবে একদা সময়ের পালাবদল,
খোয়াবে সব অর্জন তখন হারাবেও সেই দলবল।  
পরিশেষে যখন আসবে ঘনিয়ে সেই নির্ধারিত সময়,
তখন কি তোমার কাছে বিক্রি হবে, প্রভু দয়াময়... ?