পৃথিবীতে মানব বসতির একেবারে সুচনা লগ্নতেই
শুরু হয়েছিল লোভ হিংসা খুন খারাবী ।
আদি পিতা আদম (আ) এর প্রথম সন্তান হাবিলের
হবু স্ত্রীকে কাবিল করেছিল যে দাবী ।
এ নিয়ে মত বিরোধের জেরবারে মানব ইতিহাসের
শুরুটাই হয়েছে বুকের রক্ত দিয়ে ।
আজও চলছে তারই ধারাবাহিকতা কেউই জানে না
কুপ্রবৃত্তির এই বহ্নিশিখা থামবে কোথায় গিয়ে ।
কিছু স্বপ্নচারী মানুষ তাই পৃথিবীটাকে সুন্দর করতে
সৃষ্টি করে গেছেন তত্ত্বগত দর্শন যত ।
কোনটাই তো স্থায়ী হয়নি বরং তা নিয়েই এখন যুদ্ধ
বিগ্রহ দ্বন্দ্ব দিনকে দিন বাড়ছে তত ।
ক্ষত বিক্ষত হচ্ছে মানুষ, তার ষড় রিপুর তাড়নাকে
কোনভাবেই পারছে যে না দমাতে ।
তদুপরি এখন নানা ধর্ম মত ও বিহুধা বিভক্তে চলে
সবে লক্ষনও নেই তা মানুষের দ্বারা কমাতে ।
দুনিয়ার সেরা দার্শনিকগন চিহ্নিত করে শ্রেণি শত্রু
নামক হিংসা বিদ্বেষ খুলে প্রতিষ্ঠান ।
বিশ্বখ‍্যাত বুদ্ধিজীবী যত তার সমর্থনে বক্তব্য দিতে
আয়োজন করছেন আচার অনুষ্ঠান ।
আসলে এমন সংকটের তরে কোন জাতি গোষ্ঠীকে
নিপাত করলেই হবেও না সমাধান ।
আফসোস ! কতজনে কত দার্শনিক তত্ত্ব দিল বইও
লিখলো কিন্তু বলল না এর মূলে আছে শয়তান !
আরে মানুষ কেউ নয়তো খল, সকল অপকর্ম তার
দ্বারা করায় ঐ বদখত ইবলিশের দল ।
তাই মনুষ্য সৃষ্ট ওসব অসম্পন্ন মতবাদ দিয়ে ভবে
শান্তি শৃংখলা ফেরাতে কেউ হবেও না সফল ।
সফল হতে হলে আর একটিও কথা না বলে স্রষ্টার
নির্দেশিকা মেনে বলি মুরদাবাদ মনুষ্য মতবাদ ।
চাইলেও মনুষ‍্য ষৃষ্ট শত তত্ত্বে বিশ্বসমাজের শৃঙ্খলা
শান্তি তো ফিরবেই না বরং শুধু বাড়বেই বিবাদ ।


রচনাকালঃ- রাত ১১:৫৫টা, বুধবার, ১১ জৈষ্ঠ্য ১৪২৯, ২৫ মে ২০২২, মিরপুর, ঢাকা ।