যুদ্ধবাজ ওরে সব যুদ্ধবাজ............
কোথায় তোদের দাম্ভিকতার ঐ রণসাজ ?
কোথায় তোরা পালিয়ে বাঁচতে চাচ্ছ আজ ?
সদাই তো উন্মাতাল রাখতে হে এই ধরণীর
সুন্দর সুশীল সমাজ...........................!  


মানুষ মারার তরে বানিয়েছিলে কত মরণাস্ত্র
খুলে দেখনি কোন দিন বুঝি সব ধর্মীয় শাস্ত্র !
শুধুই চেয়েছিলে করতে হে আধিপত্য বিস্তার
দাও নিকো কভু নারী শিশু কারোরেই নিস্তার !  


দেখো না আজ কি বিভীষিকাময় বিশ্বসমাজ
কত অসহায় হলে যে হায় ! সব রাজাধি-রাজ !
উস্কানি দিয়ে করতে কত অস্ত্রের বেচাকেনা
এবার মিটাও না হে জীবনের সব লেনাদেনা ।


মানুষ মারতেই করতে তোরা সর্বোচ্চ বাজেট
নিত্য নতুন আবিস্কার কর অত্যাধুনিক গেজেট ।
এবার দেখো মানুষ মারে কেমনে সেই অণুজীব
মুহূর্তে ছড়িয়ে সজীব পৃথীবিকে করছে নির্জীব ।


এবার কাকে মারবে, নিজের ঘরে নিজেই মরো  
নিজের সাথে এবার তোরা নিজেরাই যুদ্ধ করো ।
মানুষ মারার খায়েশ তোদের এবারই মিটে যায়
তবে দু’দণ্ড শান্তি যদি আসে সুন্দর এ বসুন্ধরায় ।  


বুঝলে কিছু, খোদার কাছে তোরা সর্বদাই নস্যি  
হয়ে লাভ নেই তার বান্দার কাছে দুর্দান্ত দস্যি ।
পারো যদি কর তার সব সৃষ্টির সেবা বিনাশর্তে
হ্যাঁ, স্বর্গ দেখবে নিশ্চিত তোরা এ মাটিরই মর্তে ।  


প্রতিজ্ঞা কর, যুদ্ধ যুদ্ধ খেলা কেউ আর করবে না
যুদ্ধ করবে তোরা তো করোনার সাথেই করো না !
স্রষ্টা ও সৃষ্টির মাঝে হয়ে থাকবে প্রাতঃস্মরণীয়
মানুষ হয়ে জন্মালে যে সেবাই একমাত্র করণীয় ।


রচনাকালঃ- সন্ধ্যা ৭.৪০টা, রবিবার, ৮ চৈত্র ১৪২৬,
২৫ রজব ১৪৪১, ২২ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।