পিঁপড়েরা বিড় বিড় করে সাধে
কি আর উপরে উঠে ?
ভেসে যাবে যে আশু বন‍্যায়...
শীঘ্রই বিবর্তন আসছে বলে বুঝি
চারদিক অপরিণামদর্শীদের
এতোটা বাড় বাড়ন্ত অন‍্যায়...


কতেক পিঁপড়াদের দেখি ডানা
গজায় ! সে কি সাধে ?
না, তা তো মরিবারই তরে ।
যুগের যবনিকা পড়বেই হয়তো
অচিরে, খুব সন্নিকটে;
তার লক্ষনই যে প্রকাশ করে !


পৃথিবীর দেশে দেশে ধুকছে কত
মানুষ অনাহারে অনাদরে,
তা নিয়ে নেই কারোই উদ্বেগ !
কিন্তু নেতা নাম্নী কুকর্মের হোতা
যত যার যার ইচ্ছে মতো,
জাতীয়তা ধর্মে দেখায় আবেগ ।


কোন বাড়িবাড়িই জয়ের লক্ষন
নয়, তা থেকে হও সাবধান !
ডেকে আনে যে চূড়ান্ত পতন ।
শিক্ষিতরাই তো বেশী অহংকারী
হয়, যেমন হয়েছে ইবলিশ;
পরিণতিও হবে তারি মতন ।


রচনাকালঃ- রাত ১০.০৮টা, বুধবার, ১৯ রমজান ২৪৪২,২০ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা  ।