এই আসরের নবীন কবি - ময়ূরী রয়, আমাদের মাঝে সে অপার সম্ভাবনাময়, ইতিমধ্য করেছে জয় হাজার পাঠক হৃদয়, তার গতকালের কবিতা “জীবন ও জীবনানন্দ” পাঠে মন আমার হয় অতি আনন্দময়, তাই তাকেই এই কবিতা উৎসর্গ করতেই হয় ।    


দুনিয়ায় কত নন্দিনী  আসে যায়
ক’জনেই হয় খ্যাতিমান নন্দ ?  
ভালো কিছু করতে পারিই ক’জন  
বেশীর ভাগই তো করি মন্দ !  
সৃষ্টিশীলতার পেছনে ছুটি না তো
শুধু করি সবাই স্বার্থের দ্বন্দ্ব ।  
একজন বনলতাকে খুঁজে পেলেই
দেখ না সৃষ্টি হয় জীবনানন্দ !
এমন এক জীবনানন্দ সৃষ্টি হলেই
যে হয় কত জীবনের আনন্দ !  


রচনাকালঃ- রাত ৯.০১টা মঙ্গলবার,  
২২ বৈশাখ ১৪২৭, ১১ রমজান ১৪৪১,
৫ মে ২০২০, মিরপুর , ঢাকা ।