বাজারের ছোলা কলা মানুষ
খায়না কভু, মাছিরাই খায় ।
সে কি হয় রে ভালো যারে
হাত বাড়ালেই পাওয়া যায় ?
রূপের পসরা সাজিয়ে যে  
ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় ?
তাকে তো এক জনাতেই  
খুশি রাখা হবে ভীষণ দায় !
দিনটা কেমন যাবে তাতো
সকালের সূর্য দেখেই বুঝায় ।
সমজদার আদমিকে লিয়ে
কাফি হোতা হ্যায় ইশারায়.....।


ছোলা > ছিলা, খোসা ছড়ানো ।


বিকাল- ৫.০৩টা রবিবার ২৩/০৬/২০১৭ মিরপুর, ঢাকা ।