পাগল পারা লাইলী দাসীকে দিয়ে নিত্যই খাবার  
পাঠাত পথে পরে থাকা দিওয়ানা মজনুর কাছে ।
লাইলী তাকে সর্বদা বলতো, খাবারের স্বাদ নিয়ে
সে আজকে তোমাকে কোন কিছু কি বলেছে ?


দাসী বলে না তো, সে তো শুধুই গপাগপ খেতো,
আর বলতো বাহ্‌ দারুণ, বেশ তো ! বেশ তো !  
লাইলীর মনেতে প্রবল সন্দেহ হলে দাসীকে বলে,  
তাকে তার রক্তে একটা চিঠি লিখে দিতে বলতো ।


দাসী মজনুকে গিয়ে বলে আজকে আপনার রক্তে
লেখা একটা চিঠি দিতে বলেছে আপনার জানু ।
আরে তুমিই তো এতটা দিন ভুল করেছ, আমি কি  
দেনেওয়ালা মজনু ? আমি তো খানেওয়ালা মজনু !        
    
তাহলে ঐ মজনু কোথায় আপনি দেখছেন তাকে,
বলুন তো এখন কেমনে আমি খুঁজে পাই তারে ?
আরে সে কি আমার মতন ধান্ধাবাজ, ওদিক দেখ
গিয়ে, ঘুরছে সে মাতাল হয়ে কোন বন-বাদারে....  


রচনাকালঃ- রাত ৯.২৮টা বুধবার , ১৪ কার্তিক ১৪২৬,
৩০ সফর ১৪৪১, ৩০ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা ।