স্বাধীনতা ! কার জন্য এই স্বাধীনতা ?  
স্বাধীনতার মানে
ওরা বুঝি যে যার মত জানে.........  
স্বাধীনতা মানে কেউবা জানে
একদলীয় শাসন ত্রাসনে ভোটডাকাতি
করার পরে সাত শতাংশ ভোট পেয়েও
বিজয়ানন্দের হাসিতে হবে অকৃত্রিমতা !


স্বাধীনতা মানে ওরা বুঝি জানে
ইচ্ছা মত যে যার সাথে অবাধ যৌনতা
কিংবা মস্তিষ্ক বিকৃতদের সমকামিতা.....
কেউ ধর্মীয় উগ্রবাদীতায় ছড়াবে দাঙ্গা
কেউবা ছড়াবে উস্কানিমূলক নাস্তিকতা !  
জননেতার আড়ালে শুধুই লুণ্ঠন খুন
ধর্ষণ, ক্ষমতা বাঁচাতে ছড়াবে মাদকতা ।
ধর্ষণের সালিশে অর্থ দণ্ডের ভাগাভাগি
প্রানভয়ে পালিয়ে বাঁচার চেষ্টায় ধর্ষিতা ।  
কেউবা ঔষধে খাদ্যে ভেজাল মিশিয়ে
অন্যের ধন লুটে দেখাবে মহানুভবতা ।


স্বাধীনতাকে করছে সবাই ইচ্ছে মতো
সংজ্ঞায়িত, দিচ্ছে মন গড়া যত বারতা ।
স্বাধীনদেশ হয়েও যদি থাকে সরকারের
নতজানু আর ভিনজাতির অপতৎপরতা ।
তবে একে স্বাধীনতা বলে তার মর্যাদা
নষ্টের, আদৌ ছিল কি প্রয়োজনীয়তা ?
যার জন্য কতনা সুহৃদ অকাতরে প্রান
করল কুরবান, আজ তার কি বীভৎসতা !  
তোমরা আজ উলঙ্গ নাচন দিয়ে চেঁচাচ্ছ
বলে স্বাধীনতা হে আমার স্বাধীনতা.......
কেউ কি কান পেতে শুনছো হে তোমরা
নিভৃতে আজ কোথায় কেঁদে ফিরছে সেই
বীরঙ্গনাদের আর্তচিৎকার আর স্বাধীনতা
আনয়নকারী সেই বীরদের মহাত্মা ?


রচনাকালঃ- দুপুর ১.৩৩টা, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪২৬,
১ শাবান ১৪৪১, ২৬ মার্চ ২০২০, মিরপুর, ঢাকা ।