দেশে থাকলে স্বৈরাচার সরকার
ওরা তো করবে লুটপাট ছারখার
ওরা তো করবেও জুলুম দুর্নীতি।
তবে বল হে জনতা
      তাতে কার লাভ কার ক্ষতি ?
নেতারা দেশ নিয়ে মিথ্যা বলে  
দুঃশাসন নিয়ে দলে দলে চলে
যদি হিংসা হানাহানির মত দুর্গতি।  
তবে বল হে জনতা
      তাতে কার লাভ কার ক্ষতি ?
রাজনীতি নিয়ে সর্বদা বিশৃঙ্খলা  
জাতি ধবংসের এক নির্মম খেলা
তাতে হয় সমাজের চরম অবনতি।  
তবে বল হে জনতা
      তাতে কার লাভ কার ক্ষতি ?
এই খেলা তোমার বুঝতে হলে
এমন উদাসীন থাকা কি চলে ?
দেশ তোমার তা রক্ষার দায়িত্ব
তোমার, কিন্তু তুমিও ঐ দলে !
যেন তুমি আগুনে দিলে আত্মহুতি !        
কেন তুমি বুঝ না
       তাতে কার লাভ কার ক্ষতি ?  
দুর্নীতির ঐ অর্থ যাবে যে দেশে,
তারাই তো থাকবে বন্ধু বেশে।
তাদের বলে লাভ হবেনা কিছুই
তারা তো রায় দেবেই একপেশে।  
তারা গড়তে দেবেনা সুসভ্যতা
বানাবে যে তোমাকে দাসের জাতি।  
এবার বুঝেছ হে জনতা
       তাতে কার লাভ কার ক্ষতি ?  


রচনাকাল- দুপুর ১২.০৪ টা শনিবার ১৩ মাঘ ১৪২৫,  
১৯ জমাদিউল আউয়াল ১৪৪০, ২৬ জানুয়ারি ২০১৯,  
মিরপুর, ঢাকা ।