যা দেখেই অনাদিকাল ধরে তুমি যে রইলে বিভোর
ঘটনাচক্রে একবার না হয় দেখেছিলে তার কারিশমা !
কত অমানিশার রাত কেটে গিয়ে এলো নতুন ভোর
যা দেখেই অনাদিকাল ধরে তুমি যে রইলে বিভোর
হায় ! আজও তোমার ও চোখে কাটলোই না ঘোর ?
সবকিছুতেই তো থাকা চাই একটা সীমা পরিসীমা ।
যা দেখেই অনাদিকাল ধরে তুমি যে রইলে বিভোর
ঘটনাচক্রে একবার না হয় দেখেছিলে তার কারিশমা !


রচনাকালঃ- দুপুর ১.৪১টা, রবিবার, ভাদ্র ১৪২৮, ৩ মহরম ১৪৪৪, ২২ আগষ্ট ২০২১, ঠাকুরগাঁও ।